• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে মৎস্যচাষীদের মাঝে উপকরণ বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (দ্বিতীয় পর্যায়) দ্বিতীয় সংশোধিত মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের প্রদর্শণী উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন। এসময় উপজেলা মৎস্য অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

উপজেলার ৪টি প্রদর্শনী বিল নার্সারির সদস্য, চাষী ও ৯ জন প্রদর্শনী চাষীর মাঝে মৎস্য খাদ্য, সাইনবোর্ড, ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী তানভীর আল নাসীফ বলেন,বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কৃষি, মৎস্য ও গবাদী পশু উন্নয়নে ভর্তুকী, অনুদান সহ বিভিন্ন প্রকার প্রণোদনা ও সহায়তা দিয়ে আসছেন। যার ফলে আমাদের বোরো উৎপাদন, ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে গেছে। মৎস্য উৎপাদনে আমরা এশিয়ার মধ্যে তৃতীয় স্থান দখল করে নিয়েছি। আর এটা সম্ভব হয়েছে একজন দুরদর্শী স্বপ্নবাজ নেতার আন্তরিক চেষ্টা ও কর্মের ফলে। আমরা চাষী পর্যায় থেকে সঠিক ভাবে সরকারের দেওয়া প্রণোদনা ও অনুদানের যথাযথ ব্যবহারের মাধ্যমে ভূমিকা রাখতে পারলে আমাদের ব্যক্তি ও রাষ্ট্রের উন্নয়ন হবে।