• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ঘর পেল ৪০ পরিবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

মুজিববর্ষ উপলক্ষে শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া জমি ও ঘর পেল ৪০ ভূমিহীন পরিবার।

আজ রবিবার (২০ জুন) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন। একই সাথে এদিন জমির দলিল ও চাবি হস্তান্তর করা হয়। এসময় ভেদরগঞ্জ উপজেলা  পরিষদ এর শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃহুমায়ুন কবির,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম,উপজেলা প্রকৌশলী আকতার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার সুরতানা রাজিয়া।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির জানান, দুই শতাংশ জমির উপর দুইটি কক্ষ, বাথরুম ও রান্নাঘর নিয়ে ৩৪০ বর্গফুট আয়তনের ঘরগুলো নির্মাণ করা হয়েছে। প্রতি ৫ পরিবারের জন্য একটি সাবমার্সিবল পাম্প ও বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। তিনি আরো জানান, প্রথম পর্যায়ে সারা দেশে ৬৯ হাজার এবং দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০টি পরিবারকে জমিসহ এসব ঘর দেওয়া হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আমাদের ভেদরগঞ্জ উপজেলায় ৪০ পরিবার ঘর পেল।