• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডেল্টাপ্ল্যান প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন থাকবে না: উপমন্ত্রী

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাসযোগ্য পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে ডেল্টাপ্ল্যান প্রকল্প হাতে নিয়েছেন। এ মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে নদী ভাঙন ও পরিবেশ দূষণের মতো সমস্যা থাকবে না।

তিনি ২২ জুন বুধবার শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার নদী ভাঙ্গন ও খনন এলাকা পরিদর্শন  শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি এ সময় বেদখল হওয়া বিভিন্ন খাল উদ্ধার পূর্বক নদী ও খালগুলো দ্রুত খনন করে পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, স্থানীয় শরীয়তপুর -৩ আসনের সংসদ সদস্য আলহাজ নাহিম রাজ্জাক, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য  ইকবাল হোসেন অপু, শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর পৌরসভা মেয়র পারভেজ রহমান জন,জেলা আওয়ামীলী যুগ্নসাধারণ  সম্পাদক  িপিপ মির্জা হযরত আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান  মোঃ ফজলুর রহমান ঢালী, উপজেরা নির্বাহী অফিসার মোঃ আলমগী হোসেন গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিকদারসহ  বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা।

এর পুর্বে উপমন্ত্রী গোসাইরহাট উপজেলা সদরে জেলা পরিষদের নবনির্মিত যাত্রী ছাউনি উদ্বোধন করেন।