• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

অবৈধ অনুপ্রবেশ: শরীয়তপুরে আটক ভারতীয় নাগরিক কারাগারে

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

অবৈধভাবে বাংলাদেশে এসে শরীয়তপুরের জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পদ্মা সেতু এলাকায় সেনাবাহিনীর হাতে আটক এক ভারতীয় নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পরে গ্রেফতার দেখানো হলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

খোঁজ নিয়ে জানা গেছে, আটক বিজয় কুমার রায় (৪২)৷ তার বাড়ি ভারতের বিহারে। তার বাবার নাম টুনা রায় ও মা'র নাম জেল সুপার দেবী।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় এক নাগরিককে থানায় সোপর্দ করে সেনাবাহিনী। তারা জানিয়েছে, গতকাল রাতে জাজিরার পদ্মা সেতু এলাকায় বিজয় কুমারকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। পরে তাকে আটক করে পুলিশে সপর্দ করে। বিজয় কুমার হিন্দি ভাষায় কথা বলেন। 

পুলিশ আরও জানায়, বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট মামলায় বিদেশি নাগরিকের (ভারতীয়) বিরুদ্ধে জাজিরা থানায় মামলা হয়। মামলার বাদি হয়েছেন জাজিরা থানার এসআই অপু বড়ুয়া।