• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ী আটক 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাদ, চোরাচালান ও মাদক এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। র‌্যাবের তথা আইন-শৃংখলা বাহিনীর নিয়মিত মাদক বিরোধী অভিযান দেশব্যাপী সমাদৃত। র‌্যাব-৮, মাদারীপুর গোয়েন্দা নজরদারীর মাধ্যমে একজন মাদক ব্যবসায়ী সম্পর্কে তথ্য পায় এবং তাদেরকে গ্রেফতারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে তৎপরতা শুরু করে।

র‌্যাব-৮, সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদের নেতৃত্বে শুক্রবার (২৫ জুন) দিবাগত রাতে  শরীয়তপুরের নড়িয়া উপজেলার মানা খান এলাকার নুর ইসলাম মুন্সীর বাড়ির সামনে কদমতলা হতে চন্ডিপুর পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মো. ছিদ্দিক সৈয়াল (৩০) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।

মো. ছিদ্দিক ছৈয়াল উপজেলার পশ্চিম মানা খান গ্রামের মৃত কেরামত আলী ছৈয়ালের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ জানান, মো. ছিদ্দিক ছৈয়ালকে ইয়াবাসহ হাতে নাতে আটক করা হয়। এসময় আটককৃত আসামীর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল এবং ৪টি সীমকার্ড উদ্ধার করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ  নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য মালামালসহ নড়িয়া থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে নড়িয়া থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৮ এর এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।