• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জের সখিপুরে ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করলেন- উপমন্ত্রী শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ঢেউটিন ও সখিপুর থানা আওয়ামীলীগ এর পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করা হয়রছে। শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায় সখিপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরীব দুস্থ ও অসহায় ২৭টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক ও আওয়ামীলীগের পক্ষ থেকে ২শ' কর্মহীন মানুষের মাঝে নগদ ৫শ' টাকা করে বিতরণ করা হয়েছে।

১৭ জুলাই, শনিবার দুপুর ২টার সখিপুর ইসলামীয়া উচ্চ বিদ্যালয়ের সামনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচীর শুভউদ্বোধন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ.কে.এম এনামুল হক শামীম এমপি। বিভিন্ন দূর্যোগে ক্ষতিগ্রস্ত  ২৭ জনের প্রত্যেককে ২ বান্ডেল করে ঢেউটিন ও নগদ৬ হাজার টাকা করে অর্থ বিতরন করা হয়।

এ সময় সখিপুর থানা আওয়ামীলীগ এর পক্ষ থেকে  আরও ২শ জন' কর্মহীনের মাঝে ৫০০করে নগদ  টাকা বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সখিপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ ও অসহায় পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরন হয়।
 
সখিপুর ইউপি চেয়ারম্যান কমরুজ্জামান মানিক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা,ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, নড়িয়া উপজেলার নির্বাহী অফিসার আশরাফুজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা সহকারী  কমিশনার (ভুমি)শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি সরদার।