• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

যেকোনো দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী বিশ্ব সেরা - জেলা প্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৯ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন,বিশ্বের দুর্যোগ মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার সাহসী ভুমিকা ভূমিকা পালন করছেন। সারা বিশ্বের মাঝে বাংলাদেশর আক্রান্তের সংখ্যা কম কারণ আমাদের পিছনে আল্লাহর রহমত আর একজন দূরদর্শী শেখ হাসিনা আছে। যার জন্য আমরা উন্নয়ন অভিযাত্রায় এগিয়ে চলছি। আপনারা সবাই ভাল থাকবেন স্বাস্থ বিধি মেনে চলবেন।

তিনি গতকাল (১৮ জুলাই) বেলা সাড়ে ৪ টার দিকে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের ও ভেদরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যাগে পৌরসভার ৩ শতাধিক করোনা দূর্যোগে কর্মহীন পরিবারে মাঝে প্রধানমন্ত্রী মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন।

ভেদরগঞ্জ হেডকোয়াটার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পৌরসভার করোনা দূর্যোগে কর্মহীন ৩ শ ৬০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শংকর চন্দ্র বৈদ্য,ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এবিএম রশিদুল বারী  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী, পৌর মেয়র মোঃ আবুল বাশার চোকদার। মাস্টার সারাহ উদ্দিনের সঞ্চালনা এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির সহপৌর কাউন্সিল বৃন্দ।