• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর উপহার পেল ভেদরগঞ্জের স্বেচ্ছাসেবীরা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোণা মহামারিতে মৃত্যু বরণকারীদের দেহের দাফন কাফন ও সৎকারে নিয়োজিত স্বেচ্ছাসেবীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

২৮ জুলাই দুপুরে উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তন থেকে উপজেলার মোট ৫০ জন স্বেচ্ছাসেবীর মাঝে এ সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ সেচ্ছাসেবীদের হাতে খাদ্য সহায়তা তুলেদেন।এ সময় সহকারী কমিশনার (ভুমি)  শংকর চন্দ্র বৈদ্যসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ভেদরগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী মৃত্যুবরণ করলে ইসলামিক ফাউন্ডেশনের  স্বেচ্ছাসেবীরা উপজেলা প্রশাসনের সহায়তায় স্বাস্থ্যবিধি মেনে গোসল ও দাফন কার্যক্রম সম্পন্ন করে থাকেন। এই স্বেচ্ছাসেবীদের অনেকেই কঠড় লকডাউনে কর্মহীন। তাদেরকে আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করলাম।