• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় কর্মহীন শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৩১ জুলাই ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ  

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় করোনা দূর্যোগে কর্মহীন হয়ে পরা ভ্যান,অটোরিকসা ও নসিমন চালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে।

৩১ জুলাই শনিবার সকালে ডামুড্যা উপজেলা পরিষদ চত্তর থেকে স্বাস্থ্য বিধি প্রতিপালনের মাধ্যমে এই ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার মোট ১শ চালকে আজ সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।

অন্যান্যের মধ্যেউপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল, ডামুড্যা উপজেলার জাতীয় শ্রমিকলীগের সভাপতি কালাম চৌকিদার, সাধারন সম্পাদক মজিবর রহমান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান সবুজ বলেন, আমাদের মাননীয় জেলা প্রশাসক পারভেজ হাসান স্যারের নির্দেশে প্রধানমন্ত্রীর উপহার সঠিক তদারকি ও তালিকা প্রস্তুতের মাধ্যমে আজ আমরা বেকার শ্রমিকদের মাঝে বিতরণ করছি। এর পূর্বে বিভিন্ন শ্রেণি পেশার বিশেষ করে মুচি, নাপিত, তৃতীয় লিঙ্গ সহ ছিন্নমূল মানুষের মাঝে বিতরণ করেছি।   

উপজেলা চেয়ারম্যান বলেন, জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল শ্রেণি পেশার মানুষের জীবন ও জীবিকা নিয়ে চিন্তা করেন। সকল শ্রেণি পেশার মানুষ যাতে সম্মিলিত প্রয়াশের মাধ্যমে এই মহামারি দূর্যোগ মোকাবেলা করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তার জন্য তিনি তার উপহার খাদ্য সহায়তা পাঠিয়েছেন। আমরা পূর্বেও বিতরণ করেছি আজ বিতরণ করছি। আল্লাহর রহমতে যতদিন প্রয়োজন হবে এই সহায়তা আমরা বিতরণ করবো।