• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ডিসি

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলার দুর্গম চরাঞ্চল পালের চর ইউনিয়নে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার- গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. পারভেজ হাসান।

আজ রোববার (০৫ সেপ্টেম্বর) বিকেলে  ঘরগুলো পরিদর্শন করেন তিনি। 

জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার।মুজিব শতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর অভাবনীয় উদ্যোগ- আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে দুর্গম এ চরে  ভূমিহীন ও গৃহহীন ৩৫টি পরিবার তাদের স্বপ্নের ঠিকানা-তাদের মাথা গোঁজার ঠাঁই পেতে যাচ্ছে। উপকারভোগী মানুষগুলোর জীবনযাত্রায় স্বনির্ভরতায় উজ্জীবিত জীবনের নিশ্চয়তা দেবে তাদের স্বপ্নের এই নতুন ঠিকানাটি।

এসময় এসময় জাজিরা উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) এসএম আশরাফুজ্জামান ভূঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পালেরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পুলিশ কর্মকর্তাসহ স্থানীয় অধিবাসী ও উপকারভোগীরা প্রমূখ উপস্থিত ছিলেন।