• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

কুচাইপট্টি ইউনিয়নে নব নির্মিত ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ডিজিটাল ইউনিয়ন ভূমি অফিস ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেছেন।

বুধবার (৮ সেপ্টেম্বর) ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে মানোনিয় প্রধানমন্ত্রীর আরেকটি অধ্যায় রচিত করলেন সারাদেশে ইউিনয়ন ভূমি অফিসে ডিজিটাল আওতায়। ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়ন, ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি তথ্য ব্যাংক এর শুভ উদ্বোধন করেন তিনি।

প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে  ভূমি মন্ত্রণালয়ের বৈঠকের মাধ্যমে সারাদেশে এই ডিজিটাল ভূমি সেবার শুভ উদ্বোধন করেন। 

একই সাথে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলা কুচাই পট্টি ইউনিয়নে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে অনলাইন ভূমি কর পরিশোধের এবং ভূমি ডাটা ব্যাংক সহ ডিজিটাল ভূমি সেবা কার্যক্রম একই সময় প্রায় ৬৫ লক্ষ্য টাকা ব্যায়ে নব নির্মিত ইউনিয়ন ভূমি অফিস শুভ উদ্বোধন করেন। 

এসময়ে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন দাশ গুপ্ত । তিনি  সকলের উদ্দেশ্য ডিজিটাল ভূমি অনলাইনে কর পরিশোধসহ এর কার্যক্রমের প্রতিকার এর উপভোগের বিষয় সবাইকে সচেতনতামূলকভাবে বিষয়ে ধারণা দেন।

এ সময় গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিকাদর, কুচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান বিএম নাসির উদ্দিন স্বপন, কুচাই পট্টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। গোসাইরহাট উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশল দশরথ কুমার বিশ্বাস, উপ সহকারী প্রকৌশল আবুল কালাম আজাদ, ৩ নং ওয়ার্ডের সদস্য রুস্তম সরদার, ২ নং ওয়ার্ডের মো. মোফাছ্ছেল বেপারী, গোসাইরহাট পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম উপল প্রমূখ উপস্থিত ছিলেন।