• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

‘নতুন প্রজন্ম রাসেলের হত্যাকারীদের আর বাংলাদেশের ক্ষমতায় বসাবেনা’

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ
আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ৪ অক্টোবর দুপুরে জাজিরা উপজেলা চত্বরে শেখ রাশেল শিশু পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন পরবর্তী সুধী সমাবেশে বলেছেন, জাতির পিতার সাথে ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকরা শিশু রাসেলকেও হত্যা করে। বাংলাদেশের নতুন প্রজন্ম মানবাধিকারের চরম লঙ্ঘনকারী শিশু রাসেলের হত্যাকারীদের আর কোন দিনই বাংলাদেমের ক্ষমতায় আনবেনা। আগামী ১৮ আক্টোবর শেষ রাসেলের জন্ম দিনের পূর্বে আমরা জাজিরায় তার নামে একটি শিশু পার্ক করতে পেরে নিজেদের কে কৃতজ্ঞ মনে করছি।

ইকবাল হোসেন আপু বলেন, বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনও হবে না। কারণ, ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত থেকে এর বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে। যারা এখনও দেশের সর্বোচ্চ আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের মন মতো কোনও সরকার দেখতে চায়, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক আমরা তা চাই। জনগণ স্বতস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে তাদের পছন্দের ব্যাক্তিকে নির্বাচিত করবে, এটাই আমাদের চাওয়া। জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান ভুইয়ার সভাপতিত্বে এ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোবারক আলী সিকদার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জিএম নুরুল হক, সাধারণ সম্পাদক আবুতালেব চৌকিদার, জারিবা থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান।