• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় শরীয়তপুরের জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে ১২ জেলেকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা মৎস্য কর্মকর্তা, র‌্যাব ও নড়িয়া থানার পুলিশ। এ সময় ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৫ কেজি জাটকা জব্দ করা হয়।

বুধবার (০৬ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত উপজেলার সিডারচর, বাবুচর, কলমিরচর, পালেরচর এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ওই ১২ জেলেকে আটক করে জাজিরা উপজেলা চত্বরে আনা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খান সালমান হাবীব ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ জেলেকে ৬০ হাজার টাকা জরিমানা করেন। সেই সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা, র‌্যাব ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ২৫  হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস করে এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করে।

এছাড়া গতকাল মঙ্গলবার ৩ জেলেকে আটক করে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ১০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার জাল জব্দ করা হয়। ওই জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।