• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ পালিত হয়েছে। 

দিবসের কর্মসূচির মধ্যে ছিল  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস - শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর -আল- নাসীফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে  বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার  ফাতেমা ইসলাম, উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজান মস্তফা কামাল,ভেদরগঞ্জ উপজেলা  তথ্য সেবা কর্মকর্তা সাবিনা ইয়াসমিসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

“নাগরিক অধিকার  করতে সুরক্ষণ,৪৫ দিনের মধ্যে  জন্ম ও মৃত্যু  নিবন্ধন” এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  বলেন,এসডিজির লক্ষ্যমাত্রায় রয়েছে, ২০৩০ সালের মধ্যে আমাদের ৮০ শতাংশ জন্ম এবং মৃত্যু নিবন্ধন সম্পূর্ণ করতে হবে। এর জন্য সবাইকে জন্ম-মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ এর ৮ ধারা অনুযায়ী শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে নিবন্ধন, কোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে মৃত্যু নিবন্ধন করতে হবে। এটাকে আরও কার্যকরী করার জন্য প্রশাসন,জনপ্রতিনিধি,সমাজকর্মীদের আরো দায়িত্বশীল হতে হবে। তাহলেই দিবসটি পালনের সার্থকতা লাভ করবে। সাধারণ মানুষ আরও উদ্বুদ্ধ হবে।