• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরার পদ্মায় মা ইলিশ ধরায় ২৮ জেলের কারাদণ্ড 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

মা ইলিশ রক্ষা অভিযানেরর ৬ষ্ঠ দিনে জাজিরা উপজেলার  কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর ও নাককটারচর এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক, ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

৯ অক্টোবর রাতে উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ, থানা পুলিশ ও আনসারের  যৌথ  অভিযান চালিয়ে জেলেদের আটক ও মাছ এবং জাল জব্দ করে।

উপজেলা মৎস্য অফিসার  সনদার গোলাম মোস্তফা জানান, ৯ অক্টোবর রাতে  জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জান ভূইয়া এর নেতৃত্ব উপজেলা মৎস্য অফিস, জাজিরা থানা পুলিশ ও আনসার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ২৮জেলেকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও  ৬০ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয।

তারা সবাই একই উপজেলার কুন্ডেরচর ও  নওপাড়া ইুনিয়রেন বাসিন্দা। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেকে ২১ দিন করে কারাদন্ড প্রদান করা হয ।জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ ও মাছ গুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।