• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নড়িয়ায় ৫০ হাজার মিটার কারেন্ট জালসহ ৩২ জেলে আটক 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২১  

শরীয়তপুরের প্রতিনিধিঃ
মা ইলিশ রক্ষায় পদ্মা নদীতে মাছের  অভয়াশ্রমে সাঁড়াশি অভিযান চালিয়েছে নড়িয়া উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। 

আজ সোমবার (১১ অক্টোবর) ভোররাত থেকে অভিজান চালিয়ে ৩২ জন জেলেকে আটক করা হয়। একই সঙ্গে জব্দ করা হয়েছে ৫০ হাজার মিটার নিষিদ্ধ  কারেন্ট জাল। এতে অংশ নেয় নড়িয়া উপজেলা প্রশাসন,  উপজেলা মৎস্য বিভাগ ও নড়িয়া থানা পুলিশ সদস্যরা।

নড়িয়া উপজেলা উপজেলা নির্বাহী অফিসার ও (নির্বাহী ম্যাজিস্ট্রেট) মোঃ রাশেদউদজামান জানান নড়িয়া পদ্মা নদীর বেশকিছু এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। এতে ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল সহ ৩২জন জেলেকে  আটক করা হয়েছে। পরে এদের বিরুদ্ধে  ভ্রাম্যমান সাজা প্রদান করা হয়। আটক ৩২ জনের ৩০ জন কে ২০ দিনের কারাদন্ড ও ২ জন কে বয়স কম হওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। জব্দকৃত ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়েছে।