• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরাসহ শরীয়তপুরের ৬ উপজেলায় একযোগে আলোক ফাঁদ স্থাপন 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

উপকৃষিকে অধিকতর পরিবেশ বান্ধব করার লক্ষ্যে এবং ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিতির উপর ভিত্তি করে বালাইনাশক ব্যবহার নির্দেশনায় ফরিদপুর অঞ্চলের এক যোগে রোপা আমন ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপনের অংশ হিসাবে জাজিরা উপজেলার ১২ ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে আলোক ফাঁদ স্থাপন করা হয়। 

আজ সোমবার দিবাগত সন্ধায় জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের জয়নগর ব্লকে এই কার্যক্রমে উদ্বোধন করে জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন। একই সময় জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার  কৃষিবিদ বীথি রানী বিশ্বাস, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ  অফিসার  আব্দুল কুদ্দুস শিকদারসহ, বিভিন্ন  ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসারগণ নিজ নিজ ব্লকে কৃষকদের নিয়ে ব্রিফিং করে আলোক স্থাপন করেন। 

এ সময় জাজিরা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল হোসেন বলেন, আলোক ফাঁদের মাধ্যমে অপকারী পোকার মধ্যে অল্প সংখ্যক গান্ধী পোকা, পাতা মোড়ানো পোকার  মথ, খাট শুড় ঘাস ফড়িং,  মাজরা পোকার  মথ,  উপকারী পোকার মধ্যে  ড্যামশেল ফ্লাই, মাকড়সার,ক্যারাবিড বিটলস এর উপস্থিতি পাওয়া যায় এবং কোন  বিপিএইচ পাওয়া যায় নি।   এর মাধ্যমে বালাইনাশকের ব্যবহার কমে আসবে এবং কৃষক উৎপাদন খরচ কমিয়ে কাঙ্খিত ফলন পারে ফলে কৃষি হবে লাভজনক এবং পরিবেশ বান্ধব।

 এ দিকে ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম আজ ভেদরগঞ্জ উপজেলার ডিএম খালী  ব্লকে আলোক ফাঁদ স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। একই সময় উপজেলার ২৩ টি ব্লকে একযোগে আলোক ফাঁদ স্থাপন করা হয়।

এ ছাড়াও সদর,নড়িয়া,ডামুড্যা ও গোসাইরহাট উপজেলায় একযোগে সকল ব্লকে অনুরূপ আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে।