• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরায় ইলিশ ধরায় ৫১ জেলের কারাদণ্ড

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

মা ইলিশ রক্ষা অভিযানের নবম দিনে ১২ অক্টোবর (মঙ্গলবার) জাজিরায় মা ইলিশ শিকারের দায়ে ৫১ জেলেকে ১ মাস করে কারাদন্ড ও ৩ জেলেকে  ৫ হাজার টাকা করে ১৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার রাত ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত জাজিরা উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যদের যৌথ অভিযানে জাজিরা উপজেলার পদ্মা নদী থেকে মা ইলিশ শিকারের সময় ৫৪ জন জেলে আটক, এ সময় তাদের কাছ থেকে  ২১ কেজি ইলিশ মাছ ও ৩৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এ রাফে মোহাম্মদ ছড়া, এর নেতৃত্ব ভ্রাম্যমান আদালত বসিয়ে অটক ৫১ জেলেকে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও ৩ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। জব্দকৃত মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ ও জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

জাজিরা উপজেলা মৎস্য অফিসার সরদার গোলাম মোস্তফা জানান, আমরা জাজিরা থানা পুলিশ, র‌্যাব ও আনসার বাহিনীর সহযোগিতায় সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত জাজিরা উপজেলার কুন্ডেরচর ইউনিয়নের বাবুরচর, খেজুরতলা, নাক কাটার চর পালেরচর  এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে মা ইলিশ শিকারের দায়ে ৫৪ জেলেকে আটক করি। পরে আমাদের উপজেলা সহকারী কমিশনার(ভুমি) স্যারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৫১ জনকে ১ মাসের করে জেল ও বাকী ৩ জনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড দেয়া হয়।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বলেন, জাতীয় সম্পদ ইলিশ সম্পদ রক্ষার জন্য আইনের আওতায় সম্ভব সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলেদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তার চাউল অভিযানের শুরুতেই বিতরণ করা হয়েছে। এর পরেও জেলেরা নাদীতে নামলে তাদের কোন প্রকার ছাড় দেয়া হবেনা।