• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে শেখ রাসেলের জন্মদিন পালিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ,চিত্রংকণ প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, দোয়া মোনাজাত, উন্নতমানের খাবার বিতরনের মধ্যদিয়ে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন পালিত হয়েছে । 

সকাল ৭ টায়  ভেদরগঞ্জ উপজেলা  কার্যালয়ের  সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ  করা হয়। 

সকার ১০ টায উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন  মিলনায়তন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ  এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি উপজেলা কৃসি অফিসার  কৃষিবিদ ফাতেমা ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক,শিক্ষা অফিসার  সুরতানা রাজিয়া।

আলোচনা সভায়  সভাপতি বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন ,১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস। দেশের শিশু-কিশোর, তরুণ প্রজন্মের কাছে শেখ রাসেল এক ভালোবাসার নাম। রাসেল যদি বেঁচে থাকত, তাহলে হয়তো একজন মহানুভব, দূরদর্শী ও আদর্শ নেতা আজ আমরা পেতাম। যাকে নিয়ে দেশ ও জাতি গর্ব করতে পারত।