• শুক্রবার ২২ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ৭ ১৪৩০

  • || ০৬ রবিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় গাঁজাসহ আটক ১

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২১  

 শরীয়তপুর প্রতিনিধিঃ
ডামুড্যা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  পৌরসভার বাসস্ট্রেন্ডের কাছ থেকে ১ কেজি গাঁজাসহ শফিক শেখ (৩১) নামে একজনকে আটক করেছে।সে ডামুড্যা উপজেলার ধনঐ গ্রামের শাহজাহান শেখের ছেলে বলে জানা গেছে।

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ জানান,২২ নভেম্বর দুপুরে পৌর এলাকার স্কুল রোডে শাহাজালাল লাইব্রেরীর সামনে মাদক বিক্রির জন্য এক ব্যক্তি ঘুরাফেরা করছে এমন সংবাদ পেয়ে এসআই অমল কুমার ও এএসআই মুকুল মোল্যার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে  আটক ব্যক্তি গাঁজার ব্যাগ নিয়ে দৌড় দিয়ে পালানোর চেষ্ঠা করে। পুলিশ তার পিছনে ধাওয়া করে বাস স্ট্যান্ডের সামনে থেকে গাঁজা তাকে আটক করে।

এ বিষয়ে ডামুড্যা থানায় ১৯৯০ সালের মাদক দ্রব্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্যে ৩২ হাজার টাকা বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো একাধিক মামলা রয়েছে।