• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

এবার স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো- উপমন্ত্রী শামীম 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১  

শরীয়তপুর প্রতিনিধিঃ

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রনালয়ে উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, এবার আমরা আমাদের মহান বিজয় দিবসের ৫০ বছরপুর্তি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করবো। স্বাধীনতার নেতৃত্ব দানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতৃত্বই জাতির গৌরব উজ্জ্বল ঐতিহাসিক দিবসটি আমরা পালন করবো।

তিনি আজ বুধবার, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে নড়িয়া উপজেলার সম্মেলন কক্ষে প্রস্ততিমূলক সভায় প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন স্বাধীনতার পর পরই পশ্চিম দালালদের ষড়যন্ত্রে জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের হত্যার মাধ্যমে দেশের উন্নয়নের অগ্রযাত্রা ব্যহত করেছিল।  ২১ বছর পরে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা  ক্ষমতায় এসে জাতির পিতার হত্যার বিচার ও এর পরে যুদ্ধাপরাধীদের বিচার করে দেশকে কলংক মুক্তকরেছেন। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের অভিযাত্রা এগিয়ে যাচ্ছে।  

উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুজ্জামান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত প্রস্ততিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের  যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা চেয়ারম্যান একে এম ইসমাইল হক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, নড়িয়া উপজেলা ভাইস চেয়ারম্যান  জহিরুল ইসলাম জাকির বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্হিত ছিলেন।