• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

নড়িয়ায় ভোটের একদিন আগে মেম্বার প্রার্থীর মৃত্যু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের মেম্বার প্রার্থী মো. নজরুল ইসলাম শাকিদার (৬৫) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) ভোর ৫টায় শরীয়তপুর থেকে ঢাকা নেয়ার পথে ফেরিতে মারা যান তিনি।

মো. নজরুল ইসলাম শাকিদার আগামীকাল ৫ জানুয়ারি (বুধবার) পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে ভোজেশ্বর ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ডের বৈদ্যুতিক পাখা মার্কার মেম্বার প্রার্থী ছিলেন।

তিনি ওই ইউনিয়নের চান্দনি গ্রামের মৃত্যু জালাল উদ্দিন শাকিদারের ছেলে। তিনি সাবেক মেম্বার ছিলেন।

নজরুল ইসলামের ছেলে তুষার সাকিদার বিষয়টি নিশ্চিত করে জানান, তাঁর বাবা সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে স্ট্রোক করেন। পরে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা প্রেরণ করেন। আজ ভোরে ঢাকাতে নেয়ার পথে মঙ্গলমাঝির ঘাট-শিমলিয়া নৌরুটে ফেরিতে তার মৃত্যু হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তার লাশ ওই ইউনিয়নের কলাবাগান জামে মসজিদে বাদ জহুর জানাজা শেষে মসজিদের গনকবরস্থানে দাফন করা হবে।