• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ১৪শ কেজি জাটকার চালান জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

ভেদরগঞ্জ উপজেলা মৎস্য বিভাগ, উপজেলা প্রশাসন ও  পুলিশের সহযোগিতায় বিশেষ কম্বিং অপারেশনের ২ থাপে ২০ জানুয়ারী বৃহস্পতিবার পদ্মা নদী ও শরীয়তপুর - চাঁদপুর মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ১৪ শ কেজি জাটকা জব্দ করেছে। 

ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম জানান,ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্ব ২০ জানুয়ারী  রাতে শরীয়তপুর - চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নারায়নপুরের মোড় গৈড্যা এলাকায় অভিযান চালিয়ে চট্রগ্রাম খুলনাগামী যাত্রীবাহি বাস থেকে ককসিটের কার্টুন ভর্তি  জাটকা ইলিশ মাছ জব্দ  করেন। এ সময় মাছের মালিক পারিয়ে যায়।

উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর, ভেদরগঞ্জ মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জালসহ অন্যান্য জালসমূহ নির্মূলে বিশেষ কম্বিং অপারেশনের অব্যাহত থাকবে। 

জব্দকৃত জাটকা গুলো উপজেলার ২৩ টি এতিমখানার মাঝে বিতরণ করা হয়।