• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ অনুষ্ঠিত 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ 

শরীয়তপুর জেলা  ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে উপজেলার শ্রেষ্ঠ ইমাম ও প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম বাছাই এর লক্ষে দিন ব্যাপী ইমাম সম্মেলন ও প্রশিক্ষণ কর্মশালা বুধবার অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ।বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের শরীয়তপুর জেলার উপপরিচালক আবদুর রাজ্জাক রনি,বরিশাল ইমাম প্রশিক্ষণ কেন্দ্নের ধর্মবিষয়ক প্রশিক্ষক মোঃ এনায়েত হোসেন,ভেদরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা রমিজ উদ্দিন ফয়েজি,ভেদরগঞ্জ থানা এস আই সজল। 

প্রধান অতিথি ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ধর্মীয় নেতাদের গুরুত্ব অসীম সমাজ বিনির্মাণে ধর্মীয় নেতাদের অবদান খাটো করে দেখার সুযোগ নেই। বর্তমান পরিস্থিতিতে ইসলামী মূল্যবোধ অক্ষুন্ন রাখার স্বার্থে ধর্মীয় নেতাদ ইমামদের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অদানকে জাতি শ্রদ্ধাসাৎে স্বাগত জানায়। তিনি করোনার প্রেক্ষাপটে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও করোনা টিকা নেওয়ার জন্য উদ্বুদ্ধকরণে ধর্মীয় নেতাদের সহযোগিতা কামনা করেছেন। জুম্মার দিন খুতবার বাহিরে সামাজিক উন্নয়ন ও সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করার জন্য ইমামদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন গুজবে কান দিয়ে সামাজিক অস্থিতিশীল পরিস্থিতিতে সৃষ্টি যাতে না হয় তার জন্য ইমাম সাহেবগনকে সজাগ থাকার জন্য আহবান জানান।