• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে সাড়ে ৪ মণ জাটকা ইলিশ জব্দ, আটক ৩

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের গোসাইরহাট পৌরসভায় অভিযান চালিয়ে সাড়ে চার মন জাটকা ইলিশ জব্দ করেছে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পৌরসভার ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়ক থেকে এসব মাছ জব্দ করার পাশাপাশি তাদের আটক করা হয় বলে জানিয়েছে গোসাইরহাট থানা পুলিশ।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোসাইরহাট পৌরসভার ইদিলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে একটি সিএনজিতে অভিযান চালানো হয়। এ অভিযানে সাড়ে চার মন  জাটকা মাছ জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সবুজ হোসন হাওলাদার (২৮), শাহআলম (৩৬) ও আনোয়ার হোসেনকে (২০) আটক করা হয়। 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট সুজন দাস গুপ্ত আটক তিনজনকে দন্ড প্রধান করেন৷ সবুজ ও শাহআলমকে পাঁচ হাজার করে ১০হাজার টাকা জরিমানা করেন। আর আনোয়ারকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ডসহ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া জব্দকৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক ও পুলিশের উপস্থিতিতে মাদরাসা, এতিমখানা ও গুচ্ছগ্রামের লোকজনদের মধ্যে বিতরণ করা হয়।