• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে গরু বিতরণ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ মার্চ ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

৬ মার্চ রবিবার দুপুরে ভেদরগঞ্জ  উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা পরিষদ মাঠ থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা। ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ । উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ পারুক হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মানিক সরদার।

এ সময় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা বলেন, সরকার ইলিশ সম্পপদ রক্ষায়  যথেষ্ট আন্তরিক বলেই আজ আমরা আপনাদের বিকল্প কর্মসংস্থানের জন্য ঘাভী ও বিভিন্ন ধরণের সহায়তা দিতে পারছি। জাটকা জেলেগন আগামী ৪ মাস মাথাপিছু ৪০ কেজি হারে চাল পাবেন। এত কিছু সরকারি সহায়তার পাওয়ার পরেও যার নদীতে জাটকা নিধন করবে তাদেরকে কঠিন স্বাস্থির আওতায় নিয়ে আসা হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সঠিক ও সময় উপযোগি সিদ্ধান্তের কারণে ১২ বছরে ইলিশের উৎপাদন প্রায় ৭৯ শতাংশ বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে জাতীয় মাছ ইলিশের উৎপাদন ছিল ২ লাখ ৯৮ হাজার টন, সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে ইলিশ উৎপাদন হয়েছে ৫ লাখ ৩৩ হাজার টন। এ সময়ে উৎপাদন বেড়েছে ২ লাখ ৩৫ হাজার টন। একইসঙ্গে ১০ বছরে ইলিশ উৎপাদনের গড় প্রবৃদ্ধি প্রায় ৬ দশমিক ২০ শতাংশ তিনি বলেন, জাটকা সংরক্ষণসহ ইলিশ রক্ষায় নানা পদক্ষেপের কারণে উৎপাদন বেড়েই চলছে। ইলিশের উৎপাদন টেকসই করতে সরকার একের পর এক প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। মনে রাখবেন বিশ্বের মোট ইলিশের ৮৬ শতাংশ এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে। যদিও কয়েক বছর আগে বিশ্বের মোট ইলিশ উৎপাদনের ৬৫ শতাংশ আসত বাংলাদেশ থেকে।
বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, ইলিশ নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ। দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, রফতানি আয় ও আমিষ সরবরাহে ইলিশের গুরুত্ব অপরিসীম। দেশের মোট মৎস্য উৎপাদনে ইলিশের অবদান সর্বোচ্চ। দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২ শতাংশ আসে ইলিশ থেকে।দেশজ উৎপাদনে (জিডিপি) ইলিশের অবদান ১ শতাংশ। প্রায় ৫ লাখ মানুষ ইলিশ আহরণে সরাসরি নিয়োজিত এবং ২০ থেকে ২৫ লাখ লোক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত।

ইলিশ রক্ষায় আইন শক্তভাবে বাস্তবায়ন করছি আমরা। সরকারের নানা উদ্যোগ থাকার কারণে ইলিশের উৎপাদন ঊর্ধ্বমুখী। সামনে ইলিশের উৎপাদন প্রায় ৬ লাখ টন হতে পারে বলে মনে করছি।