• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

নারীরা কিন্তু এখন প্রেরণা দেয় না, নারীরা নেতৃত্ব দেয়, কর্তৃত্ব করে: শামীম

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ মার্চ ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, কাজী নজরুল ইসলাম লিখেছেন, কোন কালে একা হয়নি ক’ জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী। নারীরা কিন্তু এখন প্রেরণা দেয় না, নারীরা নেতৃত্ব দেয়। নারীরা কর্তৃত্ব করে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীরা এগিয়ে যাচ্ছে।

আজ শুক্রবার (১১ মার্চ) দুপুরে নড়িয়া মাতৃছায়া'য় নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের মতবিনিময় সভায় এসে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, সেনাবাহিনীর ট্রেনিং খুবই কষ্ট তবুও মেয়েরা সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। সেনাবাহিনীতে বড় অফিসার মেয়েরা। আনসার- বিডিপি, পুলিশ, মহিলা ভাইস চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বুয়েটের উপাচার্য, সচিব আছেন বেশ কয়েকজন নারী। ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ শুধু সংগঠনই করবে না নারীরা। মূল আওয়ামী লীগের কমিটিতেও নারীরা চলে আসবে। এখন পাসপোর্টে লাগে মায়ের নাম।  মেয়েরা এখন বিমান চালায়, এভারেস্টে যায় বিশ্ব জয় করে। ছেলেরা হেরে যায় কিন্তু মেয়েরা ক্রিকেটে ইন্ডিয়াকে হারিয়ে দেয়। 

এসময় জেলা যুব মহিলা লীগের আহবায়ক ফাতেমা আক্তার শিল্পীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মাল, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা জোবায়দা হক, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি সেলিনা রহমান, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক আকলিমা আক্তার বাবলী, অমিতা রানী চন্দ্রনা, শাহিনা বেগম, তাজিয়া আক্তার, রোকেয়া মান্নান তানিয়া।

পরে আসমা আক্তারকে সভাপতি ও জুলিয়া হাসান পারুলকে সাধারণ সম্পাদক করে নড়িয়া উপজেলা যুব মহিলা লীগের ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন পানিসম্পদ উপমন্ত্রী শামীম।