• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২২ মার্চ ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:
ভেদরগঞ্জ উপজেলার চরভাগার মিয়ারচর গ্রামে বঙ্গবন্ধুর গণমুখী সমবায় ভাবনার আলোকে বঙ্গবন্ধু মডেল গ্রাম প্রতিষ্ঠা শীর্ষক পাইলট প্রকল্পের আওতায় সংগঠিত ও নিবন্ধিত বঙ্গবন্ধু মডেল গ্রাম সমবায় সমিতি লিঃ মিয়ারচর এর সদস্যদের অংশগ্রহণে দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন  ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ কাইয়ুম পাইক, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে সমিতির শতাধিক সদস্য অংশগ্রহন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানভীর-আল-নাসীফ বলেন,জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখানো পথেই হাঁটছে সমবায়। তিনি গ্রামভিত্তিক সমবায় (ভিলেজ কো-অপারেটিভ) গড়ার যে স্বপ্ন দেখেছিলেন সেটিই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য ‘বঙ্গবন্ধু মডেল গ্রাম’ প্রতিষ্ঠার পাইলট প্রকল্পের কাজ চলছে। এই কর্মসূচি বাস্তবায়ন হলে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান আরও উন্নত হবে।

‘সময়ের পরিবর্তনের সঙ্গে দেশের সমবায় পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। তবে আমাদের সমবায়ের যে ঐতিহাসিক সাফল্য রয়েছে তাতে আশাবাদী হওয়া যায়। এটি আমাদের উদ্বুদ্ধ করে।’আধুনিক ধারণা হচ্ছে সমস্যা থাকবে, সমাধান বের করতে হবে। সমস্যা নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে।’

‘এ উপমহাদেশে সমবায় শতবর্ষের বেশি সময় পার করেছে। জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় ভিত্তিক কৃষির উন্নয়নে যে আদর্শ রেখে গেছেন তা বিকল্পহীন। সমবায় নিয়ে তাঁর চিন্তা চেতনা আধুনিক ব্যবস্থাপনার অংশ।’

‘বঙ্গবন্ধুর আমলে কৃষি পণ্যের উপকরণ কৃষকদেরকে ভর্তুকি মূল্যে প্রদান করা হতো । বাংলাদেশে ক্ষুদ্র কৃষকের সংখ্যা অনেক বেশি, সরকারের পক্ষে এদেরকে কোনো সুবিধা দেওয়া বা মনিটরিং করা কষ্টকর । কৃষি সেক্টরকে সমবায়ের মধ্যে এনে কৃষি পণ্যের উপকরণ বিতরণ করা সহজ হবে।’

‘২০৪১ এর লক্ষ্য বাস্তবায়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পিছিয়ে পড়া মানুষের প্রধান অবলম্বন হতে পারে সমবায়। দুর্নীতিমুক্ত সমাজ গড়তে সমবায়ের দরকার।