• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই: নাহিম রাজ্জাক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ মার্চ ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

ইয়ং বাংলার আহবায়ক, স্বনির্ভর শরীয়তপুরের স্বপ্নদ্রষ্টা ও শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক বলেছেন সরকারের প্রতি জনগণের আস্থা, রাজনৈতিক স্থিতিশীলতা, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও সরকারের ধারাবাহিকতায় দেশ উন্নয়ন অভিযাত্রায় দ্রুত এগিয়ে যাচ্ছে। যার জন্য বাংলাদেশের মানুষ মনে করে আগামীর উন্নয়নের স্বার্থে আমাদের দেশে শেখ হাসিনার বিকল্প নেই।  তাইতো দেশের চলমান উন্নয়ন অভিযাত্রা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও এদেশের মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে আবাও প্রধানমন্ত্রী বানিয়ে ক্ষমতার মসনদে বসাবে।

তিনি রবিবার (২৭ মার্চ) শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলা মহিষার ইউনিয়নে ভূমি দান উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি অরুন হাওলাদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজি আবদুল মান্নান মহিষার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার।সমাবেশে নারায়পুর ইউনিয়ন চেয়ারম্যান হাজি সালাহউদ্দীন মাদবর,ছয়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন মোল্যা,মহিষার ইউনিয়নে সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমির হোসেল,বীর মুক্তিযোদ্ধ আলী আজম ফরিদী,মোঃ দেলোয়ার হোসেন সরদার।

বিশেষ অতিথির উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ বলেন, স্বাধীনতার ৫১ বছর পরেও আমনা স্বাধীনতাকে খুজছি। নিজস্ব জমির অভাবে দীর্ঘদিন পরেও মহিষার ইউনিয়নের নিজস্ব জমির অভাবে ভবন নির্মাণ করা সম্ভ হয়নি। বর্তানে নবনির্বাচিত চেয়ারম্যান হাজী অরুন হাওলাদার কয়েক কোটি টকা মূল্যের জমি দান করেছে। সেই জমিতে দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন নির্মান করা হবে। তিনি  আরো বলেন,তিনটি মানদণ্ড পূরণ করে বাংলাদেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ হয়েছে। এটা সম্ভব হয়েছ এদেমে জনগন ও সরকারের আন্তরিকতার করনে।