• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে নলকূপের পানির আর্সেনিক দূষণ নির্ণয় বিষয়ক প্রশিক্ষণ  

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২  

 শরীয়তপুর প্রতিনিধিঃ 
৬ এপ্রিল  বুধবার  ভেদরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে 'নলকূপের পানির আর্সেনিক  দূষণ নির্ণয়' বিষয়ক প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়েছে।

 উপজেলা পরিষদের শহিদ আক্কাস-শহিদ মহিউদ্দিন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন  ভেদরগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার  তানভীর-আল-নাসীফ। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেযারম্যান আঃ মান্নান বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা বেগম লিপি। স্বাগত বক্তব্য রাখেন ভেদরগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাঃ সমেশ হাওলাদার।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তারভীর আল নাসীফ বলেন, বাংলাদেশের পানিতে আর্সেনিকের আধিক্য মানুষের জন্য একটি হুমকি। নানা ভাবে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের চেষ্টা করছে সরকার, এবার বাংলাদেশি-জার্মান বিজ্ঞানী ড. এনামুল হক আবিষ্কার করেছেন আর্সেনিকমুক্ত পানি পাওয়ার সহজতর পদ্ধতি।

‘‘যদিও বাংলাদেশে শিল্পায়নের হার কম। তবুও বাংলাদেশে বিভিন্ন কারণে ভূগর্ভস্থ পানি এবং পানীয় পানি দূষিত হয়ে যাচ্ছে। পানি দূষণের অন্যতম প্রধান কারণ আর্সেনিকের আধিক্য। তাই কীভাবে আর্সেনিক দূষণ রোধ করা যায় সে ব্যাপারে সরকার বিভিন্ন চিন্তাভাবনা চালিয়ে যাচ্ছে। কীভাবে কম খরচে কম পরিমাণ রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অল্প সময়ে আর্সেনিক দূষণ রোধ করা যেতে পারে।''

উপজেলা নির্বাহী অফিসার বলেন সরকার একটি প্রক্রিয়া পেয়েছে‘‘এই প্রক্রিয়ায় ক্ষতিকর নয় এমন একটি অজৈব উপাদান ব্যবহার করা হয়। এই উপাদানটি আমরা যখনই আর্সেনিকযুক্ত পানিতে দেব, সঙ্গে সঙ্গে সেটা বিক্রিয়া করে বাইন্ডিং করে। এরপর ঐ পানি ফিল্টার করলে দেখা যায়, পাঁচ মিনিটের মধ্যে ৬৪ শতাংশ আর্সেনিক কমে যায়।''