• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাটকা সংরক্ষণ সপ্তাহের শেষ দিনে নড়িয়ায় ৪ জেলে আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
জাটকা ইলিশ সংরক্ষণ সপ্তাহের শেষ দিনে- ৪ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ২০ কেজি ইলিশ মাছ  ৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২৫ কেজি পাঙ্গাস মাছের বাচ্চা জব্দ করা হয়।

বুধবার (৬ এপ্রিল ) জেলার নড়িয়া উপজেলার পদ্মা নদীতে নড়িয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য বিভাগ জাটকা ইলিশ সংরক্ষণ  সপ্তাহ উপলক্ষে অভিযান চালিয়ে জেলেদের আটক ও মাছ জব্দ করে।   

পরে নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভুমি) কাফী বিন কবির এর  নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে  তাদের ৪ জনকে সারে ৯ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।দন্ডপ্রাপ্তরা হলেন নড়িয়া উপজেলার আনোয়ার হোসেন বেপারী( ২৮), হযরতআলী মাঝি (৩২) চাদপুর জেলার সদর উপজেলা নওয়াব আলী (৪০) ও মোঃ মানিক (৩০)।

নড়িয়া উপজেলা মৎস্য অফিসার মোঃ জাকির হোডেন মৃধা  জানান, জাটকা সংরক্ষন অভিযানের ৪ জনকে আটক করা হয়েছে। এদেরকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৪ ধারায় ৪ জনকে সারে নয় হাজার টাকা অর্থদ- ও মাছগুলো এতিম খানায় বিলি করা এবং জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।