• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সরকারের প্রচেষ্টার ফলে এবার রমজানে দ্রব্য মূল্যবৃদ্ধি পায়নি- শরীয়তপুর জেলাপ্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান বলেছেন,সরকারের আন্তরিক প্রচেষ্টার ফলে সারা পৃথিবীতে দ্রব্য মূল্যবৃদ্ধি পেলেও আমাদের দেশে এবার  রমজানে দ্রব্যমূল্য বাড়েনি।

তিনি ৭ এপ্রিল ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সামনে নিরাপদ কৃষি পন্যের বাজার উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। 

ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস - শহীদ মহিউদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মান্নান বেপারী, সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, উপজেরা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাসান ইবনে আমিন, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান,সখিপুর থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান হাওলাদার,মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজি হাওলাদার অরুন।

জেলাপ্রশাসক তার দিনব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ছয়গাঁও ইউনিয়ন পরিষদ পরির্দশন, ভেদরগঞ্জ পৌরসভা পরির্দশন, রামভদ্রপুরে সরকারের টিসিবি পন্য দ্বিতীয় পর্যায়ের বিক্রি কার্যক্রম উদ্বোধন শেষে নিরাপদ কৃষিপন্যের বাজার উদ্বোধন পরবর্তী মতবিনিময় সভায় মিলিত হন।

জেলা প্রশাসক বলেন, জনগনকে ভাল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভালো রাখেন প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন বলেই আমাদের বাজার মূল্য নিয়ন্ত্রণ আছে।সরকারের নানান কর্মসূচি গ্রহনের ফলে আমাদের দেশ করোনা দূর্যোগের মাধ্যও আমাদের অগ্রগতি অব্যহত আছে। সরকারে পাশাপাশি আমারা আমাদের নিজ নিজ অবস্থান  থেকে অবদান রাখলে আমারা আরো ভালো থাকবো।