• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

জাজিরা ইউনিয়নে ৩৭২টি উপকারভোগী পেল টিসিবির পণ্য 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের জাজিরা উপজেলায় পবিত্র রমজান উপলক্ষে ন্যায্য মূল্যে টিসিবি পণ্য বিক্রি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার জাজিরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য বিক্রি করা হয়েছে।

জাজিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল উপস্থিত থেকে ৩৭২টি উপকারভোগী পরিবারের মধ্যে এই টিসিবির পণ্য পৌঁছে দিয়েছেন।

ইউএনও কামরুল হাসান সোহেল জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে জাজিরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই দেশের সাধারণ মানুষের কথা ভেবে এ উদ্যোগ গ্রহণ করার জন্য। আজ জাজিরা ইউনিয়নে ৩৭২ উপকারভোগীদের মাঝে টিসিবির পন্য বিতরণ করা হয়েছে। প্রতিটি পরিবার ২ কেজি তেল, ২ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি ও ২ কেজি ছোলা পেয়েছেন। এতে স্থানীয় জনসাধারণ সরকারের এমন উদ্যোগ নেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন।

টিসিবির পণ্য পাওয়া জাজিরা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রাশিদা বেগম বলেন, এই রমজানে দুইবার অল্প দামে তেল, চিনি, ডাল ও ছোলা কিনার কারণে আমার অনেক সাশ্রয় হয়েছে। 

এসময় জাজিরা উপজেলা সহকারী কমিশনার ভূমি, জাজিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।