• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে টাস্কফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় ভূমিহীন (ক-শ্রেণির) পরিবারের শতভাগ পূর্নবাসন বিষয়ক উপজেলা টাস্কফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে৷

সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টার সময় উপজেলা পরিষদ হলরুমে  ভূমিহীন গৃহহীন (ক- শ্রেণি) পরিবারের শতভাগ পূর্ণবাসন যাচাই করণ উপলক্ষ্যে  টাস্কফোর্স কমিটির মিটিং অনুষ্ঠিত হয়৷

উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, ফজলুর রহমান, উপজেলা সহকারী (ভূমি) সুজন দাশ গুপ্ত, উপজেলা কৃষি অফিসার মো. সাহাবুদ্দিন, যুদ্ধাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন বাচ্চু সৈয়াল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবুল খায়ের, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরী, সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ সরকারী কর্মচারী উপস্থিত ছিলেন৷

বক্তারা জানান, বাংলাদেশের একজন মানুষ গৃহহীন থাকবে না" মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নের দেশের সকল ভূমিহীন-গৃহহীন (ক-শ্রেণী) পরিবারকে দুই শতক জমি সহ নিয়োগ প্রদান কার্যক্রম চলমান রয়েছে৷ সারাদেশে ভূমিহীন-গৃহহীন পরিবারের হালনাগাদ তথ্য এবং জেলা সমূহের পরিকল্পনা অনুসারে দেখা যায় কোন কোন উপজেলা চলমান তৃতীয় পর্যায় বরাদ্দকৃত গৃহ নির্মাণের মাধ্যমে (ক-শ্রেণী) পরিবারের সংখ্যা শূন্য হয়ে যায় তাই এ সকল উপজেলা হালনাগাদ নিরুপিত হিসেব মতে সকল ভূমিহীন পরিবারের পুনর্বাসন প্রক্রিয়া যাচাই এবং উপজেলাকে ভূমিহীন ঘোষণা করার লক্ষ্যে নিন্মরুপ কার্যক্রম গ্রহণ করা যাচ্ছে৷