• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পাচ্ছে নড়িয়ায় ১০ জন উপকারভোগী  

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ঈদ উপহারের ঘর পাচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ১০ জন উপকারভোগী । আগামী ২৬ এপ্রিল  ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশে ৬৪ হাজার ৪০৪টি ঘরের মধ্যে নির্মিত ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 

আজ সোমবার (২৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাশেদুজ্জামান। 

এসময় নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাফী বিন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাদি হাসান, এলজিইডি'র 

 উপজেলা প্রকৌশলী মো. শাহাবউদ্দীন খান, ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ সরদার প্রমূখ উপস্থিত ছিলেন। 

ইউএনও শেখ রাশেদুজ্জামান জানান, মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের ৭মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন যে, দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। সেই স্বপ্ন বাস্তবায়নে লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক টিনশেড সেমিপাকা ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। উপকারভোগীদের কাছে কবুলিয়ত, নামজারি খতিয়ান ও দাখিলা হস্তান্তর করার জন্য সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। ঘরগুলো মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ ঈদ উপহার। নড়িয়া উপজেলার গৃহ ভূমিহীন ও গৃহহীন ১০টি পরিবারের মাঝে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে জমির দলিলসহ আনুষ্ঠানিক কাগজপত্র হস্তান্তর করা হবে ও ঘরের দখল বুঝিয়ে দেয়া হবে।