• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল শুরু

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৭ মে ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-(১৭) ফুটবল টুর্নামেন্টে শুরু হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) সকাল সারে ১০ টায় ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্যা।

উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ সরকারি পাইলট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান, ভেদরগঞ্জ পৌরসভা মেয়র আবুল বাশার চোকদার, ছয়গাঁও ইউনিয়ন পরিষদ চেযারম্যান কামরুজ্জামান লিটন মোল্যা, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক আবুর কালাম আবুসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যগণ। 

এবারের টুর্নামেন্টে উপজেলার ১৩ ইউনিয়ন ও ১ পৌরসভাসহ মোট ১৪ টি অনূর্ধ্ব ১৭ দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ছয়গাঁও ইউনিয়ন একাদশ ৩-০ গোলে রামভদ্রপুর ইউনিয়ন একাদশ কে পরাজিত করে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু নিজে একজন খেলোয়ার ছিলেন। তার পরিবারের সবাই ক্রীড়াপ্রেমী। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনূর্ধ্ব-(১৭) টুর্নামেন্টের এ আয়োজন করছে। সরকার এ টুর্নামেন্টের মাঝ দিয়ে তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা তুলে নিয়ে এসে জাতীয় ফুটবলকে সমৃদ্ধ করতে চায়। 

তিনি আরও বলেন, আমরা যত বেশি বেশি খেলাধুলা আয়োজন করবো আমাদের সন্তানেরা তত বেশি নিরাপদ থাকবে। যুব সমাজ মাদক থেকে দূরে থাকবে। আমাদের দেশের যুব সমাজ যাতে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়তে না পারে। তাই খেলাধুলার চর্চার মাধ্যমে যুব সমাজকে উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে সরকার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।