• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

গোসাইরহাটে আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মানাধীন ঘর পরির্দশনে জেলাপ্রশাসক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১২ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ
“আশ্রয়ণের অধিকার,শেখ হাসিনার উপহার” প্রতিপাদ্য নিয়ে ১২ জুন রবিবার  শরীয়তপুর জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের দায়মী আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মানাধীন ঘর পরির্দশন করেছেন।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান ঢালী, সহকারী কমিশনার( ভূমি) সুজন দাশ গুপ্ত,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা আক্তার চৌধুরীসহ উপজেলার বিভিন্ন কমৃকর্তা ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এক দৃষ্টান্ত উদাহরণ মাননীয় প্রধানমন্ত্রীর গৃহীত আশ্রয়ণ প্রকল্প। প্রান্তিক পর্যায়ের ভূমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে সংযুক্ত করার ক্ষেত্রে আশ্রয়ণ প্রকল্পের অবদান নিঃসন্দেহে অনন্য।

এ সময় জেলাপ্রশাসক  প্রকল্পের কাজ যাতে গুনগত মান, নির্ধারিত ডিজাইন,ড্রয়িং এবং স্পেশিফকেশন অনুযায়ী   নির্ধারিত সময়ের মধ্য সম্পন্ন  হয় সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট সংকলকে নির্দেশনা দেন।