• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নড়িয়ায় দিনব্যাপী কর্মশালা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৩ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় আজ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ জুন) সকালে জেলার নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা আয়োজন করা হয়।

নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন জেলা প্রশাসক  মো: পারভেজ হাসান।

জেলা প্রশাসন ও গর্ভন্যান্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ প্রান্তিক পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে কর্মশালার আয়োজন করা হয়। 

মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দশটি উদ্যোগের বিষয়ক কর্মশালার সেই দশটি পয়েন্ট কে দশটি গ্রুপের মাধ্যমে ভাগ করে ওয়ার্কশপ করা হয়। প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ও ১০টি উদ্যোগ:- পদ্মা: নারীর ক্ষমতায়ন,  মেঘনা: পরিবেশ সুরক্ষা, যমুনা: শিক্ষা সহায়তা, কীর্তিনাশা:পল্লী সঞ্চয় ব্যাংক, সুরমা: ডিজিটাল বাংলাদেশ, মধুমতি: কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, পায়রা: বিনিয়োগ বিকাশ, কর্ণফুলী: পরিবেশ সুরক্ষা, ধানসিঁড়ি: সামাজিক নিরাপত্তা কর্মসূচি, আড়িয়াল খাঁ: সবার জন্য বিদ্যুৎ।

দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালায় নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ রোকনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম রাজীব, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল মুনসুর, নড়িয়া বিহারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু চন্দ্র রায়, সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোমিনুর রহমান, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শামসুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ হাসান মিয়া,  ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হাওলাদার রুহুল আমিন, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশা শেখ, ঘড়িসার ইউপি চেয়ারম্যান আঃ রব খান, ভোজেশ্বর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম সিকদার, ডিঙ্গামানিক ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, ভূমখাড়া ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, চামটা ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন রাড়ী, রাজনগর ইউপি চেয়ারম্যান আবু আলেম মাদবর সহ উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-জনপ্রতিনিধি, দপ্তর প্রধান, পুলিশ, সাংবাদিক, ইমাম- পুরোহিত সুশীল সমাজের প্রতিনিধিসহ ১০০ জন অংশ  নেন। 

প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধুর  সোনার বাংলা  যেমন আমাদের  সোনালি অতীতকে স্মরণ করিয়ে  দেয়,  তেমনি প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ আমাদের  সোনালি ভবিষ্যতের সম্ভাবনাও জাগিয়ে দিয়েছে। এর মাধ্যমে আমাদের জীবন, সমাজ ও  দেশকে ক্ষুধা, দারিদ্রমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে শক্তি  যোগাবে।