• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের প্রাথমিক পর্যায়ের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ জুন) দুপুরে ভেদরগঞ্জ সরকারি পাইলট  উচ্চ বিদ্যালয় মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা। ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য উপজেলা শিক্ষা  অফিসার সুলতানা রাজিয়া। 

বিশেষ অতিথি ছিলেন সরকারি এম এ রেজা কলেজের অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন,উপজেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ মাসুম আবিদ,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফাতেমা ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার  মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ ফারুক হোসেন। 

বঙ্গবন্ধু গোল্ডকাপে ফাইনালে চ্যাম্পিয়ন হয় ভেদরগঞ্জ পৌরসভার ২০ নং পূর্ব গৈডা সরকারি প্রাথমিক বিদ্যালয়। রানার আপ হয়েছে ৮ নং চরসেন্সাস সরকারি প্রাথমিক বিদ্যালয়। বঙ্গমাতা গোল্ডকাপে চ্যাম্পিয়ন হয়েছে ৮৪ নং দক্ষিণ চরফিলিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন।