• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মঙ্গলমাঝি-শিমুলিয়া নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৮ জুন ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি: 

নাব্যতা সংকটের কারনে জাজিরা সাত্তার মাদবর মঙ্গলমাঝি-মুন্সীগঞ্জ শিমুলিয়া নৌপথে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

সোমবার (২৭ জুন) রাতে বিআইডব্লিউটিসির মহাব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সাত্তার মাদবর মঙ্গল মাঝি-শিমলিয়া ঘাটে মোটরসাইকেল পারাপারে ফেরি চালু রাখার সিদ্ধান্ত হয়েছিল। শরীয়তপুরের জাজিরার পাইনপাড়া অংশের চ্যানেল মুখে নাব্য সংকট দেখায় দেয়ার কারণে এই নৌপথ ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পরেছে। ড্রেজিংয়ের মাধ্যমে নাব্যতা সংকট দূর করা হবে বলে জানান তিনি। যতদিন নাব্যতা সংকট দূর না হচ্ছে ততদিন এই নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, আজ সোমবার সকাল সোয়া ১০টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ছেড়ে দুপুর ২টা ৩০ মিনিটে মঙ্গল মাঝি ঘাটে পৌঁছায়।

জানা যায়, ফেরি কুঞ্জলতা সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে শিমুলিয়া ঘাট থেকে  রওনা দেই। ফেরি চলার আধা ঘণ্টা পর মাঝ নদী ডুবোচরে ফেরি আটকে যায়। প্রায় ৩ ঘন্টা চেষ্টায় ডুবোচর থেকে ফেরি বের করতে সক্ষম হয়।