• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ঈদ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদ উপমন্ত্রী 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

পবিত্র ঈদ উল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম।

আজ মঙ্গলবার (০৫ জুলাই) দুপুর ১২টার নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে আমাদের সকল প্রস্তুতি আছে। ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত নিশ্চিত করতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সুরেশ্বরসহ সকল লঞ্চখাট প্রস্তুত করা হয়েছে। যাতে করে কোন যাত্রী হয়রানি না হয়। 

তিনি বলেন, আমার চ্যালেঞ্জ ছিল নড়িয়া বেঁড়িবাধ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে আমরা সেটা করতে পেরেছি। নড়িয়াতে আর একটুকরোও জমি নদিতে ভাঙবে না। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী আছেন বলেই এটা সম্ভব হয়েছে।  

এসময় নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শেখ রাশেদুজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, শরীয়তপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. শাহজাহান ফরাজী প্রমূখ উপস্থিত ছিলেন।