• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

​​​​​​​ভেদরগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছে ৬২৫পরিবার

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে প্রধানমন্ত্রীর উপহারের  ঘর ও জমি পাচ্ছেন ভেদরগঞ্জ উপজেলার ১০ ভূমিহীন ও গৃহহীন পরিবার।

আগামী বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ভার্চূয়ালি এসব ঘরের হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। 

বুধবার (২০ জুলাই) দুপুরে ভেদরগঞ্জ উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে  এ তথ্য জানান উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, তৃতীয় পর্যায়ে দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সারাদেশে ২৬ হাজার ২২৯টি গৃহ হস্তাস্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে আমাদের উপজেলায় ১০ টি ঘর হস্তান্তর করা হবে। এ পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলায় মোট ৬২৫ টি ঘর বিতরণ করা হয়েছে। যার মধ্যে প্রধম ধাপে৩৬০ টি,দ্বিতীয় ধাপে ২৪০ টি,তৃতীয়  ধাপের প্রথম পর্যায়ে ১৫ টি এবং দ্বিতীয় ধাপে ১০ টি ঘর বিতরণ করা হবে। 

 প্রতিটি ঘর বাবদ খরচ হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা। বিদুৎ, রাস্তা, স্যানেটারি, পানিসহ সকল সুবিধার ব্যবস্থা করা হয়েছে ঘরগুলোতে। দুই শতাংশ জমিসহ একটি করে পাকা ঘর দেয়া হচ্ছে গৃহহীনদের। 

 উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভুমি শফিউল মাজলুবিন রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।