• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গোসাইরহাটে ৮০টি চায়না দুয়ারী ও ৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৩ 

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৭ জুলাই ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় চারটি দোকানে অভিযান চালিয়ে ৮০টি চায়না দুয়ারী জাল ও ৬ হাজার মিটার কারেন্ট জালসহ তিনজনকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে উপজেলার গোসাইরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। 

গোসাইরহাট উপজেলা সহকারী কমিশনার ভূমি সুজন দাশ গুপ্ত জানান, উপজেলা মৎস্য বিভাগকে নিয়ে চারটি দোকানে অভিযান চালানো হয়। তখন চায়না দুয়ারী জাল ও কারেন্ট জাল জব্দ করা হয় জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। এসময় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃত একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়। আর বাকি দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে । জব্দকৃত জাল পুরিয়ে ধ্বংস করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

জাতীয় মৎস্য সপ্তাহের চতুর্থ দিনের কর্মসূচির আওতায় অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে বলে জানা যায়।