• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে বাড়ির আঙ্গিনা থেকে ১০০ গাঁজার গাছ জব্দ

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১ আগস্ট ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলার সুরুজ মাদবরের বাড়ির আঙ্গিনা থেকে ১০০ গাঁজার গাছ জব্দ করা হয়েছে। আজ রোববার (৩১ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের উকিল উদ্দিন মুন্সিকান্দি গ্রামে এনএসআই ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গাঁজার গাছ জব্দ করেন। পুলিশের ধারনা, ওই ব্যক্তি ও তার স্ত্রী মাদক ব্যবসায়ী।

পুলিশ জানায়, সুরুজ মাদবর (৪১) ও তার স্ত্রী সুমি বেগম (৩৬) দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলেন। এ জন্য তিনি বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ রোপণ করেন। গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই সদস্যরা খবর পেয়ে পদ্মা দক্ষিণ থানার পুলিশ সদস্যদের সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। বিষয়টি টের পেয়ে সুরুজ ও সুমি বাড়ি ছেড়ে পালিয়ে যান। এ সময় ১০০ গাঁজার গাছ জব্দ করে পদ্মা সেতু দক্ষিন থানায় নিয়ে যাওয়া হয়েছে। সুরুজ ও সুমির বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মজিবুর রহমান মাদবর বলেন, এই ঘটনায় আমরা অনেকটাই হতবাক। এখানে এইভাবে গাঁজা গাছের চাষ হচ্ছে তা আমরা কল্পনাও করতে পারিনি। যারা এতে জরিত তাদের আইনের আওতায় আনা হোক।

পদ্মা সেতু দক্ষিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজা গাছগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে গাজা গাছ চাষী সুরুজ ও তার স্ত্রী সুমি পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।