• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

শরীয়তপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্রসহ পাঁচজন ডাকাত আটক

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরের জাজিরা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে আটক করা হয়েছে। আজ শনিনার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার পালেরচর পদ্মা নদীর তীরবর্তী  এলাকা থেকে তাঁদের আটক করে জাজিরা নৌ-পুলিশ। এসময় তাঁদের কাছ থেকে ১টি স্পীড বোট, ২টি পাইপ গান, ৭টি সিসার তাজা কার্তুজ, ৮টি রামদা, ১টি দেশীয় দা, ১টি স্ক্রু ড্রাইভার, ২টি সাবল, বিভিন্ন মডেলের ২০টি মোবাইল ফোন, ২টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আটক পাঁচজন হলেন আবুল বাশার (২২), শাকিল দেওয়ান (২১), আক্তার হোসেন (৩০), ইকবাল মুন্সী (২৮) ও ইয়ামিন(১৯)। তাদের সকলের বাড়ি  মুন্সিগঞ্জ।

জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাজিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা জানতে পারেন পালেরচর এলাকায়  ডাকাতির প্রস্তুতি চলছে। আজ দুপুরে নৌ-পুলিশের এএসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে একদল নৌ-পুলিশ ওই এলাকায় অভিযানে গেলে দেখতে পায় ১৯ জনের একটি ডাকাত দল পদ্মা নদীর পাড়ের কাশবনের ভিতর স্পীড বোট নিয়ে ডাকাতির পরিকল্পনা করছে। তখন তাদের আটকের চেষ্টা করে নৌ-পুলিশ। একপর্যায়ে ডাকাত দল ও নৌ-পুলিশ গোলাগুলি হয়। এসময় নৌ-পুলিশ ৯ রাউন্ড এবং ডাকাত দল ১০ রাউন্ড গুলি ছোরে। একপর্যায়ে পালানোর সময় ওই পাঁচজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়। তাঁদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়।