• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রী পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২৩ আগস্ট ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও জাজিরা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলার সেরা পাট চাষীকে সেরা পাটবীজ ও পাট উৎপাদন করার জন্য পুরস্কার প্রদান করা হয়েছে।

চলতি-২০২২ এর পাট ও পাট বীজ উৎপাদনকারী শ্রেষ্ঠ চাষীর সম্মাননা স্মারক লাভ করেছেন উপজেলার জাজিরা পৌরসভার খোসাল সিকদার কান্দি  গ্রামের শফিক চৌকিদার।

২২ আগস্ট সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক প্রদান করেন জাজিরা উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল। এ সময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা কৃষি অফিসার মো: জামাল হোসেন, উপসহকারী পাট কর্মকর্তা মো: আল আমিন, জাজিরা পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর রতন বেপারী ও শ্রেষ্ঠ পাট চাষী শফিক চৌকিদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান সোহেল বলেন, কৃষি বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় পাট অধিদপ্তর কর্তৃক উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে আমাদের জাজিরা উপজেলায় ২ হাজার ৮০০ পাট চাষীর মাঝে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। যার ফলে এ বছর আমাদের উপজেলায় আবাদ ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পেয়েছে। সরকারি সহায়তা ও অনুদানের পাশাপাশি কৃষি বিভাগের সহায়তায় এ উপজেলা ৪ হাজার ২০০ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। প্রতি একর জমিতে ২.২৩ মেট্রিক টন পাট উৎপন্ন হয়েছে।

আমরা বিশ্বাস করি উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের বদৌলতে আমরা পাটের অতিত গৌরব আবার ফিরিয়ে আনতে সক্ষম হবো ইনশাআল্লাহ।