• সোমবার ০৫ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

শরীয়তপুর বার্তা

ডামুড্যায় ২ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, খাদ্যে ভেজাল রোধ ও ভোক্তা অধিকার বিরোধী কার্য প্রতিরোধে নিয়মিত তদারকির অংশ হিসেবে আজ অভিযান পরিচালিত হয়েছে ডামুড্যা বাজারে।

অভিযানে নিত্যপ্রয়োজনীয় পন্যের দোকান, খাবার হোটেল, ঔষধের দোকান ও বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করা হয়। এসময় ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অনিয়মের অভিযোগে ২ প্রতিষ্ঠানকে মোট ১০,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা আরোপ করা হয়েছে। এর মধ্যে মেয়াদ উত্তীর্ণ আটা ব্যবহার করে খাদ্য প্রস্তুত ও খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করায় মেসার্স মুসলিম হোটেলকে ৭,০০০/- টাকা এবং অবৈধভাবে ভেটেরিনারি ঔষধ ও  ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করায় মেসার্স মিয়া ট্রেডার্সকে ৩,০০০/- টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুজন কাজীর নেতৃত্বে পরিচালিত আজকের এই অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব সাগর মল্লিক, জেলা ক্যাব সভাপতি জনাব বিল্লাল হোসেন খান ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।