• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

শরীয়তপুর বার্তা

ভেদরগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধিঃ  মঙ্গলবার  সকালে বিভিন্ন কর্মসূচি মাধ্যমে ভেদরগঞ্জে  জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে ।
এবার দিবসটির প্রতিপাদ্য-‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’।

 ভেদরগঞ্জে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের শহীদ আক্কাস শহীদ মহিউদ্দিন মিলনায়তনে  সহকারী কমিশনার (ভুমি) ইমামুল হাফিজ নাদিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুল হক, উপজেলা তথ্য অফিসার সাবিনা ইয়াসমিন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, উপসহকারী প্রকৌশলী মোঃ গিয়াসউদ্দিন। এর পূর্বে র‌্যালিসহ নানা কর্মসূচি পালন করা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার ভুমি  বলেন২০০৩ সালে কন্যাশিশুদের সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় ৩০ সেপ্টেম্বরকে জাতীয় কন্যাশিশু দিবস ঘোষণা করা হয়।

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী দেশের মোট জনসংখ্যার ৪০ শতাংশ শিশুর উন্নয়ন, সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে বর্তমান সরকার। এই শিশুদের অন্তত ১৫ শতাংশ কন্যাশিশু। করোনাকালে কন্যাশিশুর ওপর বঞ্চনা বেড়ে যাওয়ায় দিবসটি বিশেষ গুরুত্ব সহকারে পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
উল্লেখ্য, জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহে ২০১২ সাল থেকে প্রতিবছরের ১১ অক্টোবর পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। এদিকে প্রতিবছরের ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক শিশু সপ্তাহ পালন করা হয়।