• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা

মা ইলিশ সংরক্ষণে ভেদরগঞ্জ উপজেলা টাস্কফোর্স কমিটির সভা

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ৬ অক্টোবর ২০২২  

 শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জে  ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে  উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের শহীদ আক্কাছ শহীদ মহিউদ্দিন মিলনায়তনে  এ সভার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছালাহ উদ্দিন,হোসেন, নৌ পুলিশের সহকারি পরিদর্শক ফেরদৌস হোসেনসহ আড়ৎদার, জেলেও মৎস্য জীবীগন উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা  মোঃ নজরুর ইসলাম বলেন, সারা দেশের ন্যায় আমাদের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকায় ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে  কেউ মা ইলিশ ধরা, মারা, পরিবহন, বিপনন বা সংরক্ষনের চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এবার অভিযানে পুলিশ,র‌্যাবের পাশাপাশি কোস্টগার্ড নদীদে থাকবে।