• সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ২৬ ১৪৩০

  • || ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৫

শরীয়তপুর বার্তা
ব্রেকিং:
২৫ দিনের হরতাল-অবরোধে গণপরিবহন খাতে ক্ষতি ১৭ হাজার কোটি আন্তর্জাতিক পর্বত দিবস আজ পর্বত পরিবেশের ভারসাম্য বজায় রাখার অন্যতম উপাদান: রাষ্ট্রপতি যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশকে আর মানবাধিকার শেখাতে না আসে: রাষ্ট্রপতি মার্চের দিকে দুর্ভিক্ষ ঘটাতে ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন বিশ্বে অনুকরণীয়: প্রধানমন্ত্রী বিএনপির পরবর্তী পরিকল্পনা দেশে দুর্ভিক্ষ ঘটানো : প্রধানমন্ত্রী বিশ্বের ১০০ প্রভাবশালী নারীর তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিডিপিতে বস্ত্র খাতের অবদান ১৩ শতাংশ : প্রধানমন্ত্রী প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয় : রাষ্ট্রপতি

ভেদরগঞ্জে মৎস্যজীবীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে জেলা প্রশাসন

শরীয়তপুর বার্তা

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২  

শরীয়তপুর প্রতিনিধি :“সবাই মিলে শপথ করি, মা ইলিশ রক্ষা করি” এই শ্লোগানকে সামনে রেখে মা ইলিশ নিধন বন্ধ এবং ইলিশ সংরক্ষণে ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নের মোল্লার বাজারে ২০০ জন মৎস্যজীবীকে ২০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (৮ অক্টোবর) দুপুরে পানিসম্পদ মন্ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের উদ্যোগে এবং জেলা প্রশাসক পারভেজ হাসানের সার্বিক সহযোগিতায় এ শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্লা, ভেদরগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম এবং সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো  আসাদুজ্জামান আসাদ হাওলাদার প্রমূখ।
ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, জেলেদের ৭ অক্টোবর থেকে  ২৮ অক্টোবর পর্যন্ত নিষিদ্ধ সময়ে মা ইলিশ ধরতে নিষেধ করা হয়েছে। ইলিশের অর্থনৈতিক ও ভৌগলিক গুরুত্ব বিষয়ে তাদের সচেতন করা হয়। এছাড়া সরকার ভেদরগঞ্জ উপজেলার ১০ হাজার ১৩৮ জন জেলের জন্য ২৫ কেজি করে মোট ২৫৩.৪৫ মেট্রিকটন  চাল বরাদ্দ দিয়েছে যা অচিরেই  বিতরণ করা হবে ।